পিছিয়ে গেল জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৬ আগস্ট ২০২১
পিছিয়ে গেল জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফর

করোনাভাইরাসের কারণে সরকারি ছাড়পত্র না পাওয়ায় পিছিয়ে গেল জিম্বাবুয়ে দলের আয়ারল্যান্ড সফর। ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে না এই দুই দলের সিরিজ, ব্যাপারটি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। উক্ত সিরিজে জিম্বাবুয়ে দল তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, 'আমরা আয়ারল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করেছিলাম। খুব সম্ভবত এখন ১৯ আগস্ট আমরা দেশ ছাড়তে পারব। সব কিছু পরিষ্কারভাবে বলা যাবে এস আর সি থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পর।'

নতুন সূচিতে আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে দুই দলের সাদা বলের এই সিরিজ। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এর প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রম বলেন, 'চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরেই এই সিরিজটি হবে। তবে কিছু ভেন্যুতে পরিবর্তন আনা হতে পারে।'

আগের সূচি অনুযায়ী ৬ আগস্ট, বেলফাস্টে সিরিজের প্রথম ওয়ানডে শুরুর কথা। তবে কোভিড-১৯ প্রটোকল জটিলতার কারণে জিম্বাবুয়ের এই সফর পিছিয়ে গেল।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দেড় যুগ পর পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড দল

দেড় যুগ পর পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড দল

নটিংহ্যাম টেস্ট : প্রথম দিনে ভারতের দাপট, কোণঠাসা ইংল্যান্ড

নটিংহ্যাম টেস্ট : প্রথম দিনে ভারতের দাপট, কোণঠাসা ইংল্যান্ড

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

আইপিএলে খেলবেন না অজি পেসার প্যাট কামিন্স

আইপিএলে খেলবেন না অজি পেসার প্যাট কামিন্স