ভারতে আফগানদের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৭ মার্চ ২০১৮
ভারতে আফগানদের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

ভারতে সফরে আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল ৭ উইকেটে হারিয়েছে আফগানদের। এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

নইদা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল। ব্যাট হাতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ফলে ৪৪ দশমিক ৪ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় আফগানরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক ইজাজ। এছাড়া দু’অংকের কোটা স্পর্শ করা আরেক ব্যাটসম্যান উইকেটরক্ষক মোহাম্মদ ইসাক ২৪ রান করেন। বাংলাদেশের মেহেদি হাসান অনি ৩টি, মোহাম্মদ তাহসিন ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি করে উইকেট নেন।

জবাবে ওপেনার প্রান্তিক নাওরোজ নাবিলের হাফ-সেঞ্চুরির সাথে অধিনায়ক পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল ব্যাটিং-এ ১২৩ বল হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

নাবিল ৭টি চারে ৭৯ বলে অপরাজিত ৫৪ রান করেন। এছাড়া ইমন ৩২ ও প্রিতম কুমার ১৮ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন বাংলাদেশের প্রান্তিক নাওরোজ নাবিল এবং সিরিজ সেরা হন মৃত্যুঞ্জয় চৌধুরী।



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তে ম্যাজিক দেখালো বাংলাদেশ

শেষ মুহূর্তে ম্যাজিক দেখালো বাংলাদেশ

ক্রিকেটে স্লেজিংয়ের অবসান চান অসি প্রধানমন্ত্রী

ক্রিকেটে স্লেজিংয়ের অবসান চান অসি প্রধানমন্ত্রী

ওয়ার্নারকে কি হারাচ্ছে হায়দরাবাদ?

ওয়ার্নারকে কি হারাচ্ছে হায়দরাবাদ?

হৃদয় ভেঙেছে স্মিথরা, সমালোচনার ঝড়

হৃদয় ভেঙেছে স্মিথরা, সমালোচনার ঝড়