স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ এএম, ০৪ আগস্ট ২০২১
স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের জন্য যখন সবকিছু প্রস্তুত, ঠিক তখনই গুঞ্জন ওঠে সেপ্টেম্বরে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত। অবশেষে সেটিই সত্য হলো। নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড। সফরটি পিছিয়ে ২০২৩ সালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।

বলা হয়, ইংল্যান্ড ক্রিকেট দলের ঢাকা সফর বাতিল হয়নি। তবে ২ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল।

নতুন সূচি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দুই পক্ষই সম্মত হয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পারস্পরিকভাবে সম্মত হয়েছে যে, সেপ্টেম্বর-অক্টোবর ২০২১ থেকে সরিয়ে নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলে ঢাকা সফর মার্চ ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে ইংলিশদের ঢাকা সফরে ভেন্যু চূড়ান্ত করা না হলে পিছিেয়ে যাওয়া নতুন সূচিতে ভেন্যুর তথ্য জানানো হয়েছে।

বলা হয়, ২০২৩ সালের মার্চের ইংল্যান্ড ক্রিকেট দলের দুই সপ্তাহের সফরে ঢাকা ও চট্টগ্রামে তিনটি করে ওয়ানডে ও টি -টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে আরব আমিরাতে স্থগিত আইপিএলের বাকি অংশে খেলতে ইংলিশ ক্রিকেটারদে কোন বাধা থাকলো না। মূলত ব্যস্ত সূচির সাথে আইপিএলে খেলোয়াড়দের সুযোগ দিতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সফর পিছিয়ে দিতে আগ্রহী ছিল। কারণ, আইপিএল শেষে একই ভেন্যুতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ‌‌‘অবসর’ নিয়ে আরও পরে কথা বলবেন মাহমুদউল্লাহ

টেস্ট ‌‌‘অবসর’ নিয়ে আরও পরে কথা বলবেন মাহমুদউল্লাহ

আফিফ-সোহান-শামীমে মুগ্ধ অ্যাশওয়েল প্রিন্স

আফিফ-সোহান-শামীমে মুগ্ধ অ্যাশওয়েল প্রিন্স

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

খেলার থেকে মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দিচ্ছেন ওলি পোপ

খেলার থেকে মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দিচ্ছেন ওলি পোপ