আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নেপালি ক্রিকেটার পরস খাদকা। মঙ্গলবার (৩ আগস্ট) ক্রিকেট থেকে অবসরের ব্যাপারটি নিজেই নিশ্চিত করেন তিনি। নেপাল দলকে তিনটি যুব বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া খাদকা ৩৪ বছর বয়সে এসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।
পরস খাদকা ২০০৪, ২০০৬ এবং ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। নেদারল্যান্ডের বিপক্ষে নেপালের প্রথম ওয়ানডে জয়ের সেই ঐতিহাসিক ম্যাচের সাক্ষীও ছিলেন তিনি।
— Paras Khadka (@paras77) August 3, 2021
নিজের অবসর প্রসঙ্গে খাদকা বলেন, 'নেপালের হয়ে খেলতে পারাটাই আমার জন্য বড় অর্জন ছিল। আর এর জন্য আমি আমার কোচ, সতীর্থ, বন্ধু, পরিবারকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে গত ১৮ বছর ধরে সমর্থন দিয়ে এসেছে।'
ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট বিশ্বে নেপালকে আরও ভালো অবস্থানে দেখতে চান তিনি। এ প্রসঙ্গে খাদকা বলেন, 'আমি স্বপ্ন দেখি নেপালে আরও ভালো ক্রিকেট সিস্টেম চালু হবে। আর এজন্যই আমি গত দুই যুগের সকল শক্তি ক্রিকেটে দান করেছি। আমি বিশ্বাস করি সকলের সৎ ইচ্ছে এবং উদ্যোগে নেপালের ক্রিকেট আরও উপরে উঠবে।'
পরস খাদকা নেপালের হয়ে ১০টি ওডিআই এবং ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১১৪ রানের পাশাপাশি ১৭ উইকেট লাভ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার অর্ধ শতক রয়েছে সাতটি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]