ক্রিকেট থেকে স্লেজিংয়ের অবসান চান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘এটি (স্লেজিং) এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’।
অস্ট্রেলিয়া দলের বল টম্পোরিংয়ে বিশ্বব্যাপী টালমাটাল পরিস্থিতিতে খেলাটির স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন অসি প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলমান সিরিজের তৃতীয় টেস্টে অসি অধিনায়ক স্টিভ স্মিথের পরিকল্পনায় বলের আবয়ব পরিবর্তনের মাধ্যমে সুবিধা আদায়ের প্রচেষ্টা ধরা পড়ার ঘটনাটি ‘গোটা অসি ক্রিকেটকেই আহত করেছে’।
অচিরেই এ বিষয়ে তদন্তু শুরু করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি দাবি জানান প্রধানমন্ত্রী। আগামীকাল বুধবারের মধ্যে এ বিষয়ে সর্বশেষ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে অসি ক্রিকেটের পরিচালনা সংস্থা।
টার্নবুল বলেন, ‘কর্তৃপক্ষের এখন উচিৎ স্লেজিংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। প্রতিদ্বন্দ্বি দুই দলকেই মৌখিকভাবে একে অপরের মুন্ডুপাত বন্ধ করতে হবে। ক্রিকেটকে ফের ক্রীড়ার রোল মডেলে পরিণত করতে হলে এটি করতেই হবে। স্লেজিংয়ের চর্চ্চা বন্ধ করতে হলে এর বিরুদ্ধে জোড়ালো ব্যবস্থা নিতে হবে বলে আমি মনে করি।’
ক্যানবেরায় অসি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যার কোন স্থান ক্রিকেটে থাকা উচিৎ নয়। ক্রিকেটকে ফের রোল মডেল হিসেবে আবির্ভূত হতে হবে।’