প্রাণঘাতি করোনার মাঝে বাংলাদেশে আরও দুটি আর্ন্তজাতিক সিরিজ অনুষ্ঠিত হলেও এবারের অস্ট্রেলিয়া সিরিজ পুরোটাই ভিন্ন। খেলোয়াড়দের কোয়ারেন্টাইন থেকে শুরু করে মাঠের নিয়ম-কানুনে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পাঁচ ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে নতুন যে নিয়ম করা হয়েছে তা বেশ অবাক করার মতোই। ম্যাচে কোন ছক্কা হাঁকানো বল গ্যালারিতে পড়লে সেটি আর ব্যবহার করা হবে না।
খেলার সময় সাধারণত বল পুরোনো হলে তা পরিবর্তন করে দেন আম্পায়াররা। অথবা বল হারিয়ে গেলেও নতুন হিসেবে কাছাকাছি মানের বল দেওয়া হয়। তবে ছক্কায় বল গ্যালারিতে পরলে তা পরিবর্তন করার নিয়ম ক্রিকেটে নজির নেই। সেটিই হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার (৩ আগস্ট)। সন্ধ্যা ৬টার থেকে শুরু হওয়া সিরিজের কোন ম্যাচেই দর্শক প্রবেশের অনুমতি নেই। এমনকি সাংবাদিকদের চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গ্যালারিতে মাঠকর্মী যারা থাকছেন তারাও রয়েছে বায়ো-সুরক্ষা পরিবেশে।
এমন পরিবেশেও ম্যাচে দুই দলের ব্যাটসম্যানদের হাঁকানো ছক্কায় বল গ্যালারিতে গেলে সেটি দিয়ে আর খেলা হবে না। তার পরিবর্তে দেওয়া হবে কাছাকাছি মানের আরেকটি বল। সেক্ষেত্রে বল ঘন ঘনও পরিবর্তন হতে পারে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে বায়ো-বাবল প্রোটকল মানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বল গ্যালারিতে গেলে সেটি স্যানিটাইজ করেও খেলতে দেওয়া হবে না। সেক্ষেত্রে কাছাকাছি মানের নতুন আরেকটি বল দেওয়া হবে।
তবে গ্যালারিতে যাওয়া এক ম্যাচের বল অন্য ম্যাচে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রেও বল ভালোভাবে স্যানিটাইজ করে প্রস্তুত করা হবে। করোনা পরিস্থিতিতে বাড়তি সতর্কতা হিসেবেই অস্ট্রেলিয়ার এমন দাবি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোড (বিসিবি)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]