শঙ্কা উড়িয়ে ইংল্যান্ড যাচ্ছেন সুরিয়া কুমার-পৃথ্বী শ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৩ আগস্ট ২০২১
শঙ্কা উড়িয়ে ইংল্যান্ড যাচ্ছেন সুরিয়া কুমার-পৃথ্বী শ

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন করোনা পজিটিভ হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। তার সংস্পর্শে এসে আইসোলেশনে ছিলেন সুরিয়া কুমার যাদব এবং পৃথ্বী শ। শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত দুইজনই ধরছেন ইংল্যান্ড যাওয়ার বিমান।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের মূল দলের বর্তমান অবস্থান ইংল্যান্ড। তবে দলে দেখা দিয়েছে ইনজুরি সমস্যা। ইনজুরির কারণে ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন ওপেনার শুভমান গিল এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাদের পরিবর্তে সুরিয়া কুমার যাদব এবং পৃথ্বী শকে দলে ডাকা হয়েছে। তাই শ্রীলঙ্কা সফর শেষ করে সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন তারা।

করোনাভাইরাস মহামারির কারণে বৃটিশ সরকারের রেড লিস্টে আছে শ্রীলঙ্কা। তবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং বোর্ড অব কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) বিশেষ অনুরোধে রেড লিস্টের অন্তর্ভূক্ত হবেন না ভারতীয় ক্রিকেটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘তারা (সুরিয়া কুমার যাদব ও পৃথ্বী শ) এখনও ভিসা পায়নি। দুইদিন (শনিবার,রোববার) যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ থাকায় তারা এখনও ভিসা পাননি। তবে দূতাবাস তাদের ভিসার ব্যাপারে অবগত আছে। ২৪ ঘন্টার মধ্যে ভিসা ক্রিকেটাররা ভিসা পাবেন।’

ইংল্যান্ডে পৌঁছে সুরিয়া কুমার এবং পৃথ্বী শকে দশদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে তাদেরকে দুই দফা কোভিড টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে তবেই অনুশীলনে নামতে পারবেন। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে ‘আসছে না’ ইংল্যান্ড

বাংলাদেশে ‘আসছে না’ ইংল্যান্ড

প্রস্তুত বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে হারানোর ভালো সুযোগ

প্রস্তুত বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে হারানোর ভালো সুযোগ

কাশ্মীর লিগের বিরুদ্ধে এবার আইসিসিতে ভারত

কাশ্মীর লিগের বিরুদ্ধে এবার আইসিসিতে ভারত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড