সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য ভারত বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে বাংলাদেশ সফরে ‘আসছে না’ ইংল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংলিশদের বাংলাদেশ সফর করার কথা ছিল।
সোমবার (২ আগস্ট) দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়, বাংলাদেশ সফর স্থগিত হলে বিশ্বকাপের আগে আরব-আমিরাতে স্থগিত আইপিএলে খেলতে পারবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।
প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি) বাংলাদেশ সফর স্থগিত করতে ইচ্ছুক। একই সাথে ইসিবি আশা করছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সফর স্থগিতের বিষয়ে সম্মতি জানাবে।
ইংল্যান্ড ক্রিকেট দলের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরের কথা রয়েছে। তবে এ সফর স্থগিত হলে আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য স্থগিত আইপিএলে ইংলিশ ক্রিকেটারদের খেলতে কোন বাধা বা সমস্যা থাকবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল খেললে ক্রিকেটারদের প্রস্তুতিটাও বেশ ভালো হবে। যেখানে আইপিএল শেষে একই ভেন্যুতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যস্ত সূচিতে আইপিএল না খেলা ক্রিকেটারদের ভালো বিশ্রাম হবে।
সংযুক্ত আবর-আমিরাতে ভারত বিশ্বকাপের আগে একই ভেন্যুুতে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত ক্রিকেট বোর্ড ইতিমধ্যে স্থগিত আইপিএলের সূচিও প্রকাশ করেছে। স্থগিত হওয়া আসরের বাকি ৩১টি ম্যাচ আরব-আমিরাতে তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এদিকে, ইংল্যান্ড সফর স্থগিত হলে কিছুটা জটিলতাও দেখা দিতে পারে। কারণ, ইংলিশদের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও সমান সংখ্যা ম্যাচের ওয়ানডে সিরিজও খেলার কথা রয়েছে। ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতাভুক্ত বাংলাদেশ-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]