পাকিস্তানের কাশ্মির প্রিমিয়ার লিগ (কেপিএল) নিয়ে সমালোচনা, বিতর্ক যেনো থামছেই না। পাকিস্তান অধ্যুষিত কাশ্মির প্রিমিয়ার লিগকে যেনো আইসিসি অনুমতি না দেয় সেজন্য আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শুক্রবার (৬ আগস্ট) থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে কেপিএলের। কিন্তু টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই কেপিএল চলছে নানা বিতর্ক। কাশ্মির অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাধে ভারত ও পাকিস্তানে। কাশ্মির অঞ্চলে কেপিএল আয়োজন করার সিদ্ধান্ত ভালো চোখে দেখেনি বিসিসিআই। আর তাই কেপিএলকে অনুমতি না দিতে আইসিসির কাছে ভারতের চিঠি।
বিতর্কিত অঞ্চলে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা যাবে না বলে আইসিসির কোনো নিয়ম নেই। কিন্তু তারপরও কেপিএলকে প্রতিহত করতে সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছে ভারত।
এর আগে টুর্নামেন্টে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের ভারতের ক্রিকেট বোর্ড কর্তৃক হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবস এ অভিযোগ তুলেন।
কাশ্মীর লিগে না খেলতে বিসিসিআই থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেন হার্শেল গিবস। ভারতের এই হুমকিকে অপ্রয়োজনীয় ও হাস্যকর বলেও অভিহিত করেন তিনি।
গিবস তার ব্যক্তিগত টুইটারে লিখেছিলেন 'পাকিস্তানের সাথে রাজনৈতিক ইস্যু টেনে নিয়ে এনে আমাকে কেপিএলে খেলতে না দেওয়ার চেষ্টা পুরোপুরি অপ্রয়োজনীয়। তারা আমাকে হুমকিও দিয়েছে, যদি কেপিএলে খেলি তাহলে আমাকে ভারতে ঢুকতে দেওয়া হবে না এবং ক্রিকেট নিয়ে কাজ করতে দিবে না। হাস্যকর!'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]