ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে মানছে বাংলাদেশ। দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাওয়ার স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। এছাড়া পৃষ্ঠপোষকতায় রয়েছে আলেশা হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা কার্ড।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সিরিজের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, প্রেজেন্টেড বাই-আলেশা কার্ড, পাওয়ার্ড বাই-ওয়ালটন।’
যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই ওয়ালটন থাকছে। গত এক দশক ধরে এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার স্পন্সর হয়েছে দেশীয় এই প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে। আইসিসি ইভেন্ট বাদে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। ফলে এবারের টি-টোয়েন্টি সিরিজ জমজমাট প্রতিদ্বন্দ্বীতার আভাস দিচ্ছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে মঙ্গলবার (৩ আগস্ট)। সিরিজর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই মিরপুরে সন্ধ্যা ৬টায় শুরু হবে।
উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত মোট ২৮ মাস বাংলাদেশের সকল হোম সিরিজের পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটিও সেই চুক্তির অন্তর্ভূক্ত।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]