বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সম্প্রচারিত হবে না অস্ট্রেলিয়াতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৫ পিএম, ০২ আগস্ট ২০২১
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সম্প্রচারিত হবে না অস্ট্রেলিয়াতে

২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাজ করছে কৌতূহল। এবারের সফরে অজিরা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। কোভিড-১৯ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার নানা শর্ত মেনেই আয়োজন করা হয়েছে এই সিরিজ। অবাক হলেও সত্য যে, এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দলের এই সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি অস্ট্রেলিয়ার কোন টিভি চ্যানেল।

বাংলাদেশ দলের হোম সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে ব্যানটেক নামের একটি প্রতিষ্ঠান। এই সিরিজের পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি দেখাবে বাংলাদেশের তিনটি টিভি চ্যানেল। তবে এখন পর্যন্ত সিরিজের ম্যাচগুলো গুলো দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশন।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও বলেছেন, 'আমার জানামতে অস্ট্রেলিয়াতে এখনো কারও কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করা যায়নি।' আজকের (২ আগস্ট) মধ্যেও যদি সেটি না হয়, অস্ট্রেলিয়া থেকেই দেখা যাবে না বাংলাদেশে অস্ট্রেলিয়া দলের খেলা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের হোম সিরিজ সম্প্রচারের চুক্তি আছে ফক্স স্পোর্টস ও সেভেন ওয়েস্ট মিডিয়ার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ সে দেশে সম্প্রচার করেছিল ফক্স স্পোর্টস। তবে বাংলাদেশের সিরিজ সম্প্রচার করবে না তারাও।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্য হানড্রেডে করোনাভাইরাসে আক্রান্ত শেন ওয়ার্ন

দ্য হানড্রেডে করোনাভাইরাসে আক্রান্ত শেন ওয়ার্ন

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

স্থগিত আইপিএলে খেলবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

স্থগিত আইপিএলে খেলবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা