চলতি বছরের সেপ্টেম্বরের সংযুক্ত আরব আমিরাতে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত অংশ। আইপিএলের স্থগিত অংশের জন্য পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে দ্য বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএল চলাকালীন কয়েকটি দেশের আন্তর্জাতিক সিরিজ থাকায় অন্যান্য দেশের ক্রিকেটারদের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে আইপিএলে থাকছেন কিউই ক্রিকেটাররা।
ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা চিন্তা করে ইতিমধ্যে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে না। তবে কিউই ক্রিকেটাররা চাইলে আইপিএলে থাকতে পারবেন বলে জানিয়েছেন ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান ডেভিড হোয়াইট।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। এ সিরিজে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। সিরিজে আরও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অনুরোধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তখন থেকেই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
তবে পাকিস্তান সিরিজের থেকে আইপিএল খেলাকে বেশি প্রাধান্য দিবেন বলে জানিয়েছেন ডেভিড হোয়াইট। আইপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজি কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, কাইল জেমিসন এবং লাকি ফার্গুসনকে দলে ভিড়িয়েছিল। কিউই ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দিলে এদেরকে বাদ দিয়েই পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড।
কিউই ক্রিকেটারদের আইপিএলে অংশ নেওয়ার বিষয়ে ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান হোয়াইট বলেন, ‘আমাদের ক্রিকেটাররা নিশ্চিতভাবেই আইপিএলের স্থগিতকৃত অংশে খেলবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]