খেলার থেকে মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দিচ্ছেন ওলি পোপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ০২ আগস্ট ২০২১
খেলার থেকে মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দিচ্ছেন ওলি পোপ

সম্প্রতি মানসিক অসুস্থতার জন্য সবধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকসের এ সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করলেন জাতীয় দল সতীর্থ ওলি পোপ। এ উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, খেলার থেকেও মানসিক সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ।

করোনাভাইরাস মহামারির কারণে যেকোনো ধরনের ক্রিকেট খেলতে হলে বায়ো-বাবলে থাকতে হয়। এ বিষয়টি ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বেশ জটিল করে তুলেছে বলে মনে করেন ওলি পোপ।

পরিবার ছেড়ে দীর্ঘদিন বায়ো- বাবলে বন্দী থাকতে হয়। যা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এ কারণেই মানসিক স্বাস্থ্যের সাথে আর পেরে না উঠায় বাধ্যে হয়েই ক্রিকেট থেকে নির্বাসনে গিয়েছেন স্টোকস।

স্টোকসের নির্বাসনের বিষয়ে পোপ বলেন, ‘বোর্ড এবং দল তাকে (স্টোকস) শতভাগ সমর্থন দিচ্ছি। আশা করি অতিদ্রুত সে আবারও ইংল্যান্ডের জার্সিতে ফিরবে। আমার মনে হয় মানসিকভাবে সুস্থ থাকার খেলার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

বুধবার (৪ জুলাই) থেকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্টোকস। দলের জন্য বিষয়টি অনেক বেশি ক্ষতিকর হয়েছে বলে মনে করেন তিনি।

পোপ বলেন, ‘স্টোকস দলের অন্যতম সেরা ক্রিকেটার। সে না খেললে তার শূন্যতা আপনি সবসময়ই অনুভব করবেন। আমরা তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। আশা করি সে দ্রুতই ফিরে আসবে।’

আরও বলেন, ‘এটি বার্তা দিলো মানসিক স্বাস্থ্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বায়ো-বাবলে পরিবার ছাড়া থাকার বিষয়টি অনেক বেশি জটিল করে তুলেছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলে দেখা মিলবে নতুন ক্রিকেট বলের

সিপিএলে দেখা মিলবে নতুন ক্রিকেট বলের

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি

টার্নিং উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অ্যাশটন টার্নার

টার্নিং উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অ্যাশটন টার্নার

ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ

ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ