অস্ট্রেলিয়া সিরিজে প্রয়োজনে ওপেন করবেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০২ আগস্ট ২০২১
অস্ট্রেলিয়া সিরিজে প্রয়োজনে ওপেন করবেন সাকিব

চোট এবং করোনায় কঠোর বিধি-নিষেধ, ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের হিসেব-নিকেস পাল্টে দিয়েছে অনেকটাই। চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। ফলে অস্ট্রেলিয়া সিরিজে ওপেনার হিসেবে রয়েছেন দুই বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার এবং মোহাম্মদ নাঈম শেখ। তবে এর বিকল্পও ভেবে রেখেছেন কোচ রাসেল ডোমিঙ্গো। সেক্ষেত্রে প্রয়োজনে ওপেন করবেন সাকিব আল হাসান।

বায়ো-বাবলের মার-চ্যাপে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারছেন না মুশফিকুর রহীম। শ্বশুরের অসুস্থতার কারণে দল থেকে বের হওয়ায় ছিটকে গেছেন লিটন দাসও। জিম্বাবুয়ে সফরে সর্বশেষ বায়ো-বাবলে থাকা ১৭ জনকে নিয়েই এখন বাংলাদেশের স্কোয়াডে।

টাইগারদের স্কোয়ায়ে এখন বিশেষজ্ঞ ওপেনার মাত্র দুইজন সৌম্য এবং নাঈম। এ অবস্থায় অস্ট্রেলিয়া সিরিজে যদি কেউ চোটে পড়েন তাহলে বাংলাদেশের হাতে অপশন কী? তবে টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গো অবশ্য বিকল্প ভেবেই রেখেছেন। জানান, প্রয়োজনে সাকিব আল হাসান ওপেন করবেন।

রোববার (১ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো। এর আগে জিম্বাবুয়ে দেশে ফিরে তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে মাঠের অনুশীলন করেছে বাংলাদেশ দল।

ডোমিঙ্গো বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আছে, সে ওপেনিংয়ে ওঠে আসতে পারে। মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, প্রয়োজনে এ সংস্করণে সে ওপেন করবে। তবে আশা করি, ওপেনারদের কিছু হবে না। কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।’

সাকিব আল হাসান সাধারণত তিন নম্বরে নম্বরে ব্যাট করে থাকেন। এছাড়া দলের প্রয়োজনে আরও নীচের দিকেও তাকে ব্যাট করতে দেখা গেছে। তবে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই ওপেন করেননি সাকিব।

তবে ঘরের মাঠে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেলে এবার হয়তো ওপেনিংয়েও সাকিব আল হাসানকে দেখা যেতে পারে।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের রেফারি ও আম্পায়ারের তালিকা প্রকাশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের রেফারি ও আম্পায়ারের তালিকা প্রকাশ

আফিফ-সোহান-শামীমে মুগ্ধ অ্যাশওয়েল প্রিন্স

আফিফ-সোহান-শামীমে মুগ্ধ অ্যাশওয়েল প্রিন্স

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল গঠনে ‘বিপাকে’ বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল গঠনে ‘বিপাকে’ বাংলাদেশ

সুযোগ পেলেই সেরাটা দিতে প্রস্তুত ছিলেন সৌম্য

সুযোগ পেলেই সেরাটা দিতে প্রস্তুত ছিলেন সৌম্য