ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০১ আগস্ট ২০২১
ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ

ছয় দলের অংশগ্রহণে পাকিস্তানের কাশ্মীরে শুরু হচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ। ৬ আগস্ট (শুক্রবার) থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের ভারতের ক্রিকেট বোর্ড কর্তৃক হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবস এ অভিযোগ তুলেছেন।

কাশ্মীর প্রিমিয়ার লিগে ছয় দলে খেলবেন সাবেক ছয় তারকা ক্রিকেটার। তারা হলেন- শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকারাত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস, ইংল্যান্ডের ম্যাট প্রায়র, মন্টি প্যানেল, ফিল মাস্টার্ড ও ওয়াইজ শাহ।

তবে কাশ্মীর লিগে না খেলতে বিসিসিআই থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন হার্শেল গিবস। ভারতের এই হুমকিকে অপ্রয়োজনীয় ও হাস্যকর বলেও অভিহিত করেন তিনি।

গিবস তার ব্যক্তিগত টুইটারে লিখেন, 'পাকিস্তানের সাথে রাজনৈতিক ইস্যু টেনে নিয়ে এনে আমাকে কেপিএলে খেলতে না দেওয়ার চেষ্টা পুরোপুরি অপ্রয়োজনীয়। তারা আমাকে হুমকিও দিয়েছে, যদি কেপিএলে খেলি তাহলে আমাকে ভারতে ঢুকতে দেওয়া হবে না এবং ক্রিকেট নিয়ে কাজ করতে দিবে না। হাস্যকর!'

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও এ ব্যাপারে মুখ খুলেছেন। বিসিসিআই এর এমন আচরণে হতাশ লতিফ লিখেন, 'বিসিসিআই বিভিন্ন ক্রিকেট বোর্ডকে হুমকি দিচ্ছে তারা যদি সাবেক ক্রিকেটারদের কাশ্মীরে খেলার অনুমতি দেয়, তাহলে তাদের আর ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। গিবস, দিলশান, প্যানেসারসহ অনেকেই কাশ্মীরের লিগে খেলবেন।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপকে সামনে রেখে অজি যুবাদের দায়িত্বে টিম পেইন

বিশ্বকাপকে সামনে রেখে অজি যুবাদের দায়িত্বে টিম পেইন

আফিফ-সোহান-শামীমে মুগ্ধ অ্যাশওয়েল প্রিন্স

আফিফ-সোহান-শামীমে মুগ্ধ অ্যাশওয়েল প্রিন্স

আন্তর্জাতিক ক্রিকেট থেকে উদানার অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে উদানার অবসর

ভারতের ‘দ্বিতীয় সারির’ দলকে হারিয়ে পুরস্কৃত লঙ্কান ক্রিকেটাররা

ভারতের ‘দ্বিতীয় সারির’ দলকে হারিয়ে পুরস্কৃত লঙ্কান ক্রিকেটাররা