ছয় দলের অংশগ্রহণে পাকিস্তানের কাশ্মীরে শুরু হচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ। ৬ আগস্ট (শুক্রবার) থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের ভারতের ক্রিকেট বোর্ড কর্তৃক হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবস এ অভিযোগ তুলেছেন।
কাশ্মীর প্রিমিয়ার লিগে ছয় দলে খেলবেন সাবেক ছয় তারকা ক্রিকেটার। তারা হলেন- শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকারাত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস, ইংল্যান্ডের ম্যাট প্রায়র, মন্টি প্যানেল, ফিল মাস্টার্ড ও ওয়াইজ শাহ।
তবে কাশ্মীর লিগে না খেলতে বিসিসিআই থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন হার্শেল গিবস। ভারতের এই হুমকিকে অপ্রয়োজনীয় ও হাস্যকর বলেও অভিহিত করেন তিনি।
Completely unnecessary of the @BCCI to bring their political agenda with Pakistan into the equation and trying to prevent me playing in the @kpl_20 . Also threatening me saying they won’t allow me entry into India for any cricket related work. Ludicrous
— Herschelle Gibbs (@hershybru) July 31, 2021
গিবস তার ব্যক্তিগত টুইটারে লিখেন, 'পাকিস্তানের সাথে রাজনৈতিক ইস্যু টেনে নিয়ে এনে আমাকে কেপিএলে খেলতে না দেওয়ার চেষ্টা পুরোপুরি অপ্রয়োজনীয়। তারা আমাকে হুমকিও দিয়েছে, যদি কেপিএলে খেলি তাহলে আমাকে ভারতে ঢুকতে দেওয়া হবে না এবং ক্রিকেট নিয়ে কাজ করতে দিবে না। হাস্যকর!'
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও এ ব্যাপারে মুখ খুলেছেন। বিসিসিআই এর এমন আচরণে হতাশ লতিফ লিখেন, 'বিসিসিআই বিভিন্ন ক্রিকেট বোর্ডকে হুমকি দিচ্ছে তারা যদি সাবেক ক্রিকেটারদের কাশ্মীরে খেলার অনুমতি দেয়, তাহলে তাদের আর ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। গিবস, দিলশান, প্যানেসারসহ অনেকেই কাশ্মীরের লিগে খেলবেন।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]