২০২২ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৪তম আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। এখনো দিনক্ষণ চূড়ান্ত না হলেও বছরের শুরুতেই বসতে যাচ্ছে যুবাদের বিশ্বকাপ। উক্ত আসরটিকে সামনে রেখেই অজি যুবা খেলোয়াড়দের প্রস্তুত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যুবাদের অনুশীলনের জন্য অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইনকে যুব দলের কোচিং স্টাফের সাথে যুক্ত করা হয়েছে।
যুবাদের অনুশীলনের জন্য পরামর্শকদাতা হিসেবেই হাই-পারফরম্যান্স (লেভেল-থ্রি) কোচিংয়ের প্রশংসাপত্র গ্রহণ করেছেন পেইন। এছাড়া আগামী মাসের শুরুতেই ডারউইনে নর্দান টেরিটোরি ক্রিকেট প্রোগ্রামে তিনটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সময়েই অজি যুবা দলের পরামর্শক হিসেবে থাকবেন পেইন।
পেইনের কোচিং নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ট্যালেন্ট অ্যান্ড পাথওয়েজ ম্যানেজার গ্রাহাম ম্যানুউ বলেন, 'পেইনের সংশ্লিষ্টতা সব সময়ই প্রমাণ করে যে সে কোচ হওয়ার যোগ্যতা রাখে। সে যখন গ্লাভস জোড়া তুলে রাখবে ডেভেলাপমেন্ট দলের সাথে তাকে দেখা যেতে পারে।’
তিনি বলেন, 'আমরা জানি সে প্রতিভা তুলে ধরতে পারে এবং তাদের নিয়ে কাজ করতে সে পছন্দ করে। আমরা তাকে সমর্থন করার সুযোগ পেয়েছি, যা ইতিবাচক দিক।'
উইকেটরক্ষক ব্যাটসম্যান পেইন ২০০৯ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেক লাভ করেন। দলের হয়ে তিন ফরম্যাটে মোট ৮২টি ম্যাচ খেলেছে তিনি। ২০১৮ সালের পর থেকেই টেস্ট দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]