মাঠ কিংবা মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। বোর্ড এর সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলার পাশাপাশি মাঠের পারফরম্যান্সও তেমন শ্রীলঙ্কার পক্ষে যাচ্ছে না। এরই মাঝে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার ইসুরু উদানা। এক চিঠির মাধ্যমে নিজের এই সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছেন তিনি।
গত মে মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শ্রীলঙ্কার আরেক অভিজ্ঞ ক্রিকেটার থিসারা পেরেরা। থিসারার পর উদানার এই অবসরের ঘোষণা বর্তমান সময়ের প্রেক্ষাপটে শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য বড় ধাক্কাই বলা চলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট সহ আগস্টের শেষ দিকে শুরু হতে যাওয়ার সিপিএলেও খেলবেন উদানা। বোর্ডকে দেয়া চিঠিতে অবসরের কারণ উল্লেখ না করলেও তরুণদের জন্য জায়গা ছেড়ে দেয়ার কথা উল্লেখ করেছেন তিনি।
উদানা তার বিবৃতিতে বলেন, 'আমি মনে করি, পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেয়ার সময় এসেছে। নিজের দেশের হয়ে খেলা এবং সেবা দিতে পারা আমার জন্য সবসময়ই অনেক বড় গর্বের জায়গা ছিল।'
আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে ২১ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছেন ইসুরু উদানা। বল হাতে দুই ফরম্যাট মিলে তার শিকার ৪৫ উইকেট আর ব্যাটিংয়ে দুই ফিফটিতে করেছেন ৪৯৩ রান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]