ভারতের মূল দল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে রয়েছে যুক্তরাজ্যে। অন্যদিকে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতের বিকল্প দল শ্রীলঙ্কা সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্ট সিরিজ খেলেছে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে দলটি ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে। ভারতের সাবেক ক্রিকেটার যজবেন্দ্র সিং মনে করেন, শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য করতেই ভারত এই সফরে গিয়েছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর ভারত দলের ক্রুনাল পান্ডিয়া করোনা পজিটিভ আসলে তার সাথে থাকা আরও ৯ ক্রিকেটারকেও আইসোলেশনে থাকতে হয়। এতে করে শেষ দুই টি-টোয়েন্টিতে ভারতের সেরা একাদশ তৈরি করতে পারেনি দলটির টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতে শেষ দুটি টি-টোয়েন্টি হারের মধ্যদিয়ে সিরিজও হেরে যাওয়ায় ভারতের সাবেক ক্রিকেটার যজবেন্দ্র সিং মনে করছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যাওয়া ভারতে শুধু সময় অপচয়। সেই সাথে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
যজবেন্দ্র সিং বলেন, 'তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি -টোয়েন্টি খেলতে যাওয়া ভারতের জন্য সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আর্থিকভাবে সাহায্য করাই ছিল এই সফরের মূল লক্ষ্য।'
বর্তমান সময়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আর্থিকভাবে সমস্যায় ভুগছে উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিবেশী হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় প্রশংসার পাওয়ার যোগ্যতা রাখে ভারতের ক্রিকেট বোর্ড। তবে এটাও বুঝতে হবে যে জাতীয় গর্ব এবং দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে।'
যজবেন্দ্র সিং আরও বলেন, 'শ্রীলঙ্কা দল টেস্ট খেলুড়ে দেশগুলির তালিকায় পিছিয়ে রয়েছে। তাই অনেকে মনে করেছিল যে, তাদেরকে পরাজিত করার জন্য ভারতের পূর্ণ শক্তির দল না হলেও চলবে।'
ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে ৭ উইকেটের সহজ পেয়েছে শ্রীলঙ্কা। এতে বড় অঙ্কের অর্থ পুরস্কারও পাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]