ইংল্যান্ড সফরে গিয়ে বায়ো-বাবল ভেঙে রাস্তায় ধূমপান করার অপরাধে অবশেষে নিষিদ্ধ হলেন কুশল মেন্ডিস, দানুষ্কা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলা। তিনজনকে ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা ছাড়াও প্রত্যেকে ১০ মিলিয়ন রুপি (শ্রীলঙ্কা রুপি) জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) শ্রীলঙ্কা ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বলা হয়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তি দেওয়া হয়েছে।
চলতি বছরের জুনে ইংল্যান্ড সফরে গিয়ে টিম হোটেল থেকে বেরিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন গুনাথিলাকা, মেন্ডিস ও ডিকভেলা। শুধু তাই নয়, রাস্তার মোড়ে বসে গাজা সেবনের প্রস্তুতিও নিচ্ছিলেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সেই ভিডিও ছড়িয়ে পড়লে বায়ো-বাবল ভাঙা নিয়ে বেশ বিপাকে পড়ে লঙ্কান ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যাহার করে নেওয়ার পর এবার চূড়ান্ত রায় দিলো লঙ্কা ক্রিকেট বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানা তো রয়েছেই। আগামী ছয় মাস কোন ঘরোয়া ক্রিকেটও অংশ নিতে পারবেন না তারা।
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরেরও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরবর্তী দুই বছর তাদের কড়া নজরদারিতে রাখবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]