ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। মানসিক অবসাদের কারণে মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি মনোযোগ দিতে আপাতত ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না ইংল্যান্ড। তার জায়গায় সুযোগ পেলেন ক্রেগ ওভারটন।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, 'বাঁ হাতের আঙুলে চোট রয়েছে স্টোকসের। তা সম্পূর্ণ সারেনি।' স্টোকসের পাশে দাঁড়িয়েছে ইংল্যান্ডে ক্রিকেট বোর্ডও। সংস্থার পরিচালক অ্যাশলে গিলস বলেন, 'বেন স্টোকসের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার সাহস দেখিয়েছেন তিনি। কোভিডের কারণে নিয়ন্ত্রিত পরিবেশ ক্রিকেটারদের উপরে প্রভাব ফেলছে।'
বেন স্টোকসের ব্যাপারে গিলস আরও বলেন, 'সে তার প্রয়োজন অনুযায়ী সময় পাবে। আর ইসিবি ভবিষ্যতে ফিরে এসে খেলায় ফেরা পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে।'
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিররে কলাম লিখে থাকেন স্টোকস। অতীতে বেশ কয়েকবার সেখানে তিনি সুরক্ষা বলয় জীবনের কঠিন দিক তুলে ধরেছেন। লিখেছেন খেলোয়াড়দের জন্য বলয়ের মধ্যে থেকে টানা খেলাটা মানসিকভাবে কতটা কঠিন।
২০১৯ বিশ্বকাপে ঘরের মাটিতে ইংল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম নায়ক স্টোকসের জন্য কঠিন সময়ের শুরু গত বছরের শেষের দিক থেকেই। ডিসেম্বরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। এরপর থেকে ইংল্যান্ড ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]