শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ পিএম, ৩১ জুলাই ২০২১
শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাসের কারণে এই সিরিজের সবগুলো ম্যাচ কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ আয়োজনের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

দীর্ঘ তিন বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রোটিয়ারা শেষবার ২০১৮ সালে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। যেখানে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছিল সফরকারীরা।

সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডের ম্ধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার লড়াই শুরু হবে। এছাড়া সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৪ ও ৭ সেপ্টেম্বর।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ ১২ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সীমিত ওভারের খেলার সুযোগ পেয়ে খুশি দক্ষিণ আফ্রিকা। সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেটসি মোয়েস্কি বলেন, আসন্ন 'টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আরও একটি সফর চূড়ান্ত হওয়ায় আমরা অনেক খুশি। এতে এই খেলার ফলে বিশ্বকাপের জন্য আমাদের ভালো প্রস্তুতি হবে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল গঠনে ‘বিপাকে’ বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল গঠনে ‘বিপাকে’ বাংলাদেশ

ভারতের সাহসের প্রশংসা করলেন ইনজামাম

ভারতের সাহসের প্রশংসা করলেন ইনজামাম

আফগানিস্তান দলের ভূয়সী প্রশংসায় ইমরান খান

আফগানিস্তান দলের ভূয়সী প্রশংসায় ইমরান খান

মিরপুরে থাকলেও মাঠে প্রবেশে আটকে গেলেন গামিনী

মিরপুরে থাকলেও মাঠে প্রবেশে আটকে গেলেন গামিনী