দ্বিতীয় টি-টোয়েন্টির আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া। তার সংস্পর্শে আসা ৮ ক্রিকেটার আছেন কোয়ারেন্টাইনে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই বেঞ্চে থাকা ক্রিকেটারদের নিয়েই তৈরি করতে হয়ে হয়েছে একাদশ। এরই মধ্যে ইনজুরিতে পড়েছেন ভারতীয় পেসার নবদ্বীপ সাইনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন ভারতীয় পেসার নবদ্বীপ সাইনি। ইনজুরির কারণে ম্যাচে বোলিংও করতে পারেননি তিনি।
ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামরে জানিয়েছেন, সাইনিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। মেডিক্যাল টিমের পক্ষ থেকে বলা হয়েছে কাধে চোট পেয়েছেন তিনি। তবে চোটের ধরন নিয়েও এখনও কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। তবে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তার খেলা নিয়ে তৈরি করা হয়েছে শঙ্কা।
অস্ট্রেলিয়ার সফরেও ইনজুরিতে পড়েছিলেন তিনি। ফলে ঘরের মাঠে ইংল্যান্ড সফরের দলে সুযোগ পাননি তিনি। অবশ্য ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজের দলে ফিরেছিলেন। আবারও ইনজুরির কবলে পড়লেন তিনি।
ভারতীয় দলের বোলিং কোচ মামরে সাইনির চোট নিয়ে বলেছেন, ‘সাইনির বিষয়ে মেডিকেল টিম পর্যবেক্ষণ করছে। আজ (বৃহস্পতিবার) সকালে বা রাতে ওর (নবদ্বীপ সাইনি) বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন হলে তা করা হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]