দলের তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি, টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ইনজুরি। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। ৩ ম্যাচের সিরিজ ২-১ এ নিজেদের করে নেয় সফরকারীরা। এদিকে, ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে শেষ ম্যাচের উইকেটকে দুষলেন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি দুই দলের জন্যই ছিল অঘোষিত ফাইনাল। দুই দলের সামনেই ছিল সিরিজ নিজেদের করে নেয়ার সুযোগ। সেই অঘোষিত ফাইনালে সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতে দাপুটে জয় পেলো সফরকারী অস্ট্রেলিয়া। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে অজিরা।
এদিকে, ওয়ানডে সিরিজ হেরে হতাশ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। প্রথম দুই ওয়ানডেতে উইকেট ক্রিকেট খেলার জন্য ভালো থাকলেও শেষ ওয়ানডের উইকেট নিয়ে অভিযোগ রয়েছে পোলার্ডের। তিনি মনে করেন, শেষ ম্যাচের উইকেটের জন্যই তার দলের ব্যাটাররা স্বাভাবিক ব্যাট করতে পারেনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি কথা বললেই তা পত্রিকার শিরোনামে চলে আসবে। বাকি দুই ম্যাচে কেমন রান উঠেছে তা কিন্তু সবাই ই দেখেছে। এমন উইকেট (তৃতীয় ম্যাচের উইকেট) আমাদের সকলের জন্যই খারাপ। আমাদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হতো তা অস্বীকার করার জায়গা নেই। তবে খেলার জন্য তো সে রকম পরিবেশও আমাদের দিতে হবে।'
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হলেও অবসর নেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। বুধবার (২৮ জুলাই) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে তারা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]