ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, পেসার আবেশ খান এবং ওপেনার শুভমান গিল। তিনজনের বিকল্প হিসেবে পৃথ্বী শ এবং সুরিয়া কুমার যাদবকে দলে ডেকেছে ভারতীয় ম্যানেজমেন্ট।
সোমবার (২৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।
চোট থেকে সেরে উঠার জন্য হাতে ইনজেকশন নিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তবে সিরিজ শুরুর আগে সুস্থ হয়ে উঠতে পারবেন না তিনি। এ কারণে দল থেকে ছিটকে পড়েছেন তিনি।
এছাড়াও পেসার আবেশ খান প্রস্তুতি ম্যাচের ১ম দিনে লেফট থাম্বে চোট পান। এক্স-রেতে চিড় ধরা পড়ে। এ কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পায়ে চোট পান শুভমান গিল। চোটের ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে যান তিনি।
এছাড়াও করোনা মুক্ত হয়ে দলের সাথে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ। কোয়ারেন্টাইন শেষ করে দলের সাথে যোগ দিতে প্রস্তুত ঋদ্ধিমান সাহা এবং অভিমন্যু ঈশ্বরণ।
বর্তমানে সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন পৃথ্বী শ এবং সুরিয়া কুমার যাদব। সিরিজ শেষ করেই ইংল্যান্ডের বিমান ধরবেন তারা।
ভারত স্কোয়াড
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শারদুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অভিমন্যু ঈশ্বরন, পৃথ্বী শ ও সুরিয়া কুমার যাদব।
স্ট্যান্ডবাই
প্রসিধ কৃষ্ণ ও অর্জন নাগাসওয়ালা
ইংল্যান্ড স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রুইলি, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস ও মার্ক উড।
টেস্ট সিরিজের সূচি
১ম টেস্ট- ৪-৮ আগস্ট, ট্রেন্ট ব্রিজ, নটিংহাম
২য় টেস্ট- ১২-১৬ আগস্ট, লর্ডস, লন্ডন
৩য় টেস্ট- ২৫-২৯ আগস্ট, হেডিংলি, লিডস
৪র্থ টেস্ট- ২-৬ সেপ্টেম্বর, কেআইএ ওভাল, লন্ডন
৫ম টেস্ট- ১০-১৪ সেপ্টেম্বর, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]