আন্তর্জাতিক ক্রিকেটে পার রেখেই ক্রিকেট প্রেমিদের মন জয় করে নিয়েছেন শামীম হোসেন। জাতীয় দলে আসার আগ থেকেই ঝড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। জাতীয় দলে সুযোগ পেয়ে নিজের ঝড়ো ব্যাটিং দিয়েই মন কেড়েছেন সবার। তবে জাতিয় দলের হয়ে দুই ম্যাচ খেলেই ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য বুঝে গিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব নেওয়ার বিষয়টিও বেশ ভালোভাবে বুঝেছেন।
২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটেও নিজের পারফর্মেন্স ধরে রেখেছিলেন তিনি। এর পুরষ্কার স্বরুপ দ্রুতই জাতীয় দলে সুযোগ পান শামীম।
জাতীয় দলে ডাক পেয়ে অভিষেকের জন্য শামীমকে বেশি অপেক্ষাও করতে হয়নি। অভিষেক ম্যাচে ১৩ বলে ২৯ এবং দ্বিতীয় ম্যাচে ১৫ বলের ৩১ রানের ইনিংস খেলে নিজেকে বেশ ভালোভাবে চিনিয়েছেন শামীম। তবে এ দুই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের মধ্যে পার্থক্য বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি।
শামীম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট সবকিছুর চেয়ে ভিন্ন। এতদিন অনূর্ধ্ব ১৯ দল এবং প্রিমিয়ার লিগ খেলেছি। এগুলোর সাথে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক পার্থক্য রয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি খারাপ বল পাওয়া যায় না বলে মনে করেন শামীম। তাই বল বুঝে শট করে রান করতে চান তিনি। এ বিষয়ে শামীম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশিরভাগ সময় ভালো বল আসে। ভালো বলগুলোকেই হিট করতে হয় এবং বাউন্ডারি মারতে হয়। এখানে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হয়।’
নিজের অভিষেক সিরিজ জিতে বেশ খুশি শামীম বলেন, ‘আমার যেহেতু টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অভিষেক হলো, আমার অনেক ভালো লাগছে আমরা সিরিজ জিততে পেরেছি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]