আইপিএল সংঘর্ষ এড়িয়ে পিএসএলের নতুন সময়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৬ জুলাই ২০২১
আইপিএল সংঘর্ষ এড়িয়ে পিএসএলের নতুন সময়

পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রতি বছরই ফেব্রুয়ারি-মার্চে আয়োজন করে থাকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এবার একই সময়ে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর থাকায় সেই সফর শেষে পিএসএল আয়োজন করতে চেয়েছিল পিসিবি। কিন্তু মার্চে আইপিএল থাকায় আইপিএলের সাথে সংঘর্ষ এড়াতে পিএসএলের নতুন সময় প্রকাশ করেছে পিসিবি।

নতুন সময় অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হবে পিএসএলের সপ্তম আসর। অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর, আইপিএল এবং বিগব্যাশ সবমিলিয়ে এক প্রকার বাধ্য হয়েই এই সময় নির্ধারণ করতে হয়েছে আয়োজকদের। 

১৯৯৮-৯৯ মৌসুমের পর এবারই প্রথম অস্ট্রেলিয়া দল পা রাখতে যাচ্ছে পাকিস্তানে। আর তাই পিসিবির জন্য এ সিরিজটির রয়েছে বিশেষ গুরুত্ব। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া সফরের জন্য পিএসএল পিছিয়ে এপ্রিল-মে মাসে আয়োজনের কথা ভেবেছিল আয়োজকরা।

কিন্তু একই সময়ে আইপিএল চলমান থাকবে বিধায় আইপিএলের জন্য আবারও নতুন করে ভাবতে হয় আয়োজকদের। অবশেষে ৬ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনার পরই নতুন সময়ে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী বছরের জানুয়ারির প্রথমে শুরু হয়ে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত পাকিস্তানে চলবে পিএসএল।

আইপিএলের সংঘর্ষ এড়াতে পারলেও বিগব্যাশ ক্রিকেটের সাথে ঠিকই সংঘর্ষ হচ্ছে পিএসএলের। কারণ, বিগব্যাশও ঠিক একই সময়ে চলবে। ফলে কিছু তারকা ক্রিকেটার হাতছাড়া করবে পিএসএল। তাছাড়া জানুয়ারিতে শুরুর ফলে পাকিস্তানের পাঞ্জাবে শুরুর দিকে ম্যাচ আয়োজন সম্ভব নয়। কারণ, তখন পাঞ্জাবে প্রচুর কুয়াশা থাকে। লিগের শুরুর দিকের ম্যাচ গুলো করাচিতে অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

আমিরাতে আইপিএল, শ্রীলঙ্কায় সরে গেল আফগানিস্তান-পাকিস্তান

আমিরাতে আইপিএল, শ্রীলঙ্কায় সরে গেল আফগানিস্তান-পাকিস্তান

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি