জাতীয় দলের কোচ নিয়ে খেলোয়াড়দের ভাবার কোন প্রয়োজন আছে বলে মনে করেন না ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘আমাদের (খেলোয়াড়) দায়িত্ব মাঠে খেলা এবং যেই কোচ আসুক না কেন তার প্ল্যান মতো খেলা।’
বুধবার ‘একটি প্রত্যয়’ নামে রিহ্যাব সেন্টারে মাদকবিরোধী প্রচারণায় অংশ নিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মাশরাফি বলেন, ‘আজ পর্যন্ত কোন কোচ যখন নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটে আমার অন্তত মনে হয় না লাস্ট ১৬-১৭ বছরের খেলা জীবনে বোর্ড কখনো কোন খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেছে। তো এখনও আমি মনে করছি না, আমাদের সঙ্গে আলোচনা করার দরকার আছে।’
তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব মাঠে খেলা এবং যেই কোচ আসুক না কেন তার প্ল্যান মতো খেলা। তো এটা মেটার করে না যে ওনারা (বোর্ড) কাকে আনবে। যাকে আনবে তার ইন্টারভিউ নিয়েই নেওয়া হবে। এটা নিয়ে ভাবার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।’
দেশের কেউ কোচ আসবেন কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘দেশি কোচ হবে কিনা, এটা আমি পরিষ্কার ভাবে জানি না। যদি হয় তাহলে আমরা ওই ভাবেই খেলব। যেটা বললাম যে, আমরা বিসিবির অধীনে আছি। বিসিবি কোচের ব্যাপারে যেটাই সিদ্ধান্ত নেবে, আমাদের সেটাই মেনে নিতে হবে।’
দেশি কোচদের সঙ্গে আগেও কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দেশি কোচ এর আগে সরোয়ার ইমরান স্যার ছিলেন। আমি তার অধীনে খেলেছি। একটা সময়ে সুজন ভাইও ছিলেন। তো আমার কাছে মনে হয় যেই কোচ হয় না কেন খেলোয়াড়রা মানিয়ে নিতে সক্ষম হবে।’
তিনি বলেন, ‘যখন একটা পরিবর্তন আসে, তখন ওটা যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়াই ভালো। অবশ্যই আমরা হাথুরুসিংহের অধীনে খেলে আসছি। সে কি ভাবে টিম সাজায় আমাদের অনেকটা মুখস্থ হয়ে গিয়েছে, এটাও সত্যি কথা। এখন যদি সে না থাকে, আর যদি নতুন কেউ আসে তাহলে নতুন কোচও আমাদের উচিত যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়া।’