করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারনে জিম্বাবুয়ে দলের আয়ারল্যান্ড সফর বাতিল করা হয়েছে। যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে উঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চলতি বছরের ৬ থেকে ২৪ আগস্ট পর্যন্ত আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজ শেষ হওয়ার আগেই এ সিরিজ স্থগিত করার ঘোষণা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
করোনা মহামারির কারণে ভ্রমণের ব্যাপারে আয়ারল্যান্ডে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধুমাত্র বৃটেন এবং আয়ারল্যান্ডের জণগণই কোয়ারেন্টাইন ছাড়া চলাচল করতে পারেন। সেক্ষেত্রে জিম্বাবুয়ে দল আয়ারল্যান্ড সফর করলে তাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল।
সিরিজ স্থগিতে বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, ‘ধারণা করা হচ্ছে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটি আয়োজিত হবে। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে ভেন্যু পরিবর্তন করা হতে পারে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’
বর্তমানে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলছে জিম্বাবুয়ে দল। এ সিরিজ শেষ করেই আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]