দ্বিতীয় ম্যাচে আরও বড় লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৮ এএম, ২৪ জুলাই ২০২১
দ্বিতীয় ম্যাচে আরও বড় লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

হারারেতে সিরিজের প্রথম ম্যাচে ১৫৩ রানের লক্ষ্য দিয়েও হারের স্বাদ নিতে হয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে আরও বড় লক্ষ্য দাঁড় করালো স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ১৬৬ রান সংগ্রহ করেছে তারা। ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করতে হলে বাংলাদেশকে করতে হবে ১৬৭ রান।

শুক্রবার (২৩ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুুয়ে। ব্যাট হাতে ওপেনার ওয়েসলি মাধেভেরে ৭৩ রানে ভর করে ৬ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। সিরেজের প্রথম ম্যাচে ১৫২ রান করেও হেরে গিয়েছিল জিম্বাবুয়ে।

চাকাভার বিদায়ের পর দলের হাল ধরেন মাধেব্রে এবং ডিওন মায়ার্স। দুইজন মিলে ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়েন। এ জুটি জিম্বাবুয়েকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল। মায়ার্সকে ফিরিয়ে বিপদজনক এ জুটি ভাঙেন শরিফুল। মায়ার্সের বিদায়ের পর জিম্বাবুয়ের রানের গতি কিছুটা শ্লথ হয়ে আসে।

মায়ার্সের বিদায়ের পর দলীয় ১২২ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফিরে যান অধিনায়ক সিকান্দার রাজা। এ নিয়ে টানা দুই ম্যাচে রান আউটের শিকার হলেন তিনি।

সিকান্দার রাজার বিদায়ের পর পরই দলীয় ১৩৯ রানের মাথায় বিদায় নেন মাধেব্রে। মাধেব্রের বিদায়ের পর রায়ান বার্ল এবং লুক জোঙ্গে মিলে গড়ে তোলেন ২৭ রানের জুটি। এতে জোঙ্গের অবদান মাত্র ২ রান। শেষ পর্যন্ত ১৬৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম তিন উইকেট শিকার করেন। এছাড়াও মাহেদি হাসান এবং সাকিব আল হাসান একটি করে উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার শামীম পাটোয়ারী

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার শামীম পাটোয়ারী

অলিম্পিক আর্চারির শেষ ষোলোতে বাংলাদেশ

অলিম্পিক আর্চারির শেষ ষোলোতে বাংলাদেশ

জিম্বাবুয়ে বিপ্লব, ঢাকায় বাবা চলে গেলেন না ফেরার দেশে

জিম্বাবুয়ে বিপ্লব, ঢাকায় বাবা চলে গেলেন না ফেরার দেশে

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ