নিজেকে অক্ষম দাবি করা হংকং দলের অধিনায়ক গ্রেফতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ এএম, ২৪ জুলাই ২০২১
নিজেকে অক্ষম দাবি করা হংকং দলের অধিনায়ক গ্রেফতার

স্থানীয় এক বীমা সংস্থার সঙ্গে প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে নিজ বাড়ি থেকে হংকং ক্রিকেট দলের অধিনায়ক আইজাজ খানকে গ্রেফতার করেছে হংকং পুলিশ। প্রতারণার জন্য ওই বীমা কোম্পানির কাছে নিজেকে শারীরিকভাবে অক্ষম হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। 

জানা গেছে, আইজাজ খানের বিরুদ্ধে তিন মিলিয়ন হংকং ডলার জালিয়াতির অভিযোগ উঠেছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি টাকারও বেশি। নিজেকে শারীরিকভাবে অক্ষম বলে বীমা কোম্পানির কাছ থেকে এই টাকা দাবি করেছিলেন তিনি।

পরে অর্থ উপার্জনের জন্য নিজের খেলা চালিয়ে যান আইজাজ খান। এরপরই বীমা কোম্পানি হংকং-এর অধিনায়কের বিরুদ্ধে পুলিশে জালিয়াতির অভিযোগ দায়ের করে। 

২০১৮ সালের এশিয়া কাপে খেলেছিলেন আইজাজ খান। ভারতের বিরুদ্ধে ম্যাচে আট ওভারে ৪১ রানে একটি উইকেট নিয়েছিলেন তিনি। তাকে ২০১৯ সালে হংকংয়ের জাতীয় দলের অধিনায়ক করা হয়েছিল।

গ্রেফতার হওয়া আইজাজ এখন পর্যন্ত ৫৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে শিকার করেছেন ৬২ উইকেট। এর মাঝে ১৯টি ওয়ানডে ম্যাচে ১৬টি উইকেট এবং ৩৯টি টি-২০তে তার শিকার ৪৬ উইকেট।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টসের পর করোনার খবর, ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচ স্থগিত

টসের পর করোনার খবর, ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচ স্থগিত

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক

করোনা জয় করে দলে ফিরলেন ঋষভ পান্থ

করোনা জয় করে দলে ফিরলেন ঋষভ পান্থ