টসের পর করোনার খবর, ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচ স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ এএম, ২৪ জুলাই ২০২১
টসের পর করোনার খবর, ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচ স্থগিত

টস হলো, টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্তও নিলো অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার অভিষিক্ত রিলে মেরেডিথের মাথা ওয়ানডে ক্যাপও পড়ানো শেষ হয়েছিল। তবে ব্যাট হাতে মাঠে নামা হলো না অস্ট্রেলিয়ার। ওয়েস্ট ইন্ডিজ দল সংশ্লিষ্ট এক কর্মী করোনা পজিটিভ খববে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

টস হওয়ার পরও দুই দলের খেলোয়াড়রা মাঠে আসছিলেন না। বিষয়টি নিয়ে সংশয় তৈরি হতেই ধারাভাষ্যকাররা জানিয়ে দেন মূল কাহিনী। ম্যাচ স্থগিত হওয়ায় দুই দলের খেলোয়াড়দের তাৎক্ষিণক হোটেলে পাঠানো হয়। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি আর মাঠে গড়ায়নি।
sportsmail24
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় নন -এমন একজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পরায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি স্থগিত করা হয়েছে। কেনসিংটন ওভালে টস হয়ে যাওয়ার পর করোনা পজিটিভ খবরে সঙ্গে সঙ্গে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।’

দ্বিতীয় ম্যাচ স্থগিত হওয়ার এখন সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে কি-না তা নিয়েও শঙ্কা রয়েছে। জানানো হয়, ‘কোভিড-১৯ বিধি মেনে দুই দলের খেলোয়াড় এবং ও ম্যাচ অফিশিয়ালদের করোনা পরীক্ষা করানো হবে। ফল না পাওয়া পর্যন্ত সবাইকে হোটেলে আলাদা থাকতে হবে। ফল পাওয়ার পরই পরবর্তী ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি রোববার (২৫ জুলাই) মাঠে গড়ানোর কথা রয়েছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা

অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আবারও পরাস্ত অস্ট্রেলিয়া

উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আবারও পরাস্ত অস্ট্রেলিয়া