দেড়শ’র গন্ডি পেরিয়েই অলআউট জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৩ জুলাই ২০২১
দেড়শ’র গন্ডি পেরিয়েই অলআউট জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেট জুটি বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও এক ওভার বাকি থাকতেই ১৫২ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের হয়ে তিন উইকেট শিকার করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২২ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই ফিরে যান ওপেনার তিনাশে মারুনামি।

মারুনামির বিদায়ের পর উইকেটরক্ষক রেগিস চাকাভা এবং আরেক ওপেনার ওয়েসলি মাধেব্রে বেশ চড়াও হয়ে খেলতে শুরু করেন। দুইজন মিলে ৩৮ বলে ৬৩ রানের জুটি গড়েন। নবম ওভারের প্রথম বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাধেব্রে।

মাধেব্রের বিদায়ের পর পরই বিদায় নেন রেগিস চাকাভা। এরপর এক প্রান্ত আগলে রেখে ডিওন মেয়ার্স বড় সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা করলেও বাকিরা সবাই যাওয়া আসার মিছিলে যোগ দেন। মাঝখানে লুক জোঙ্গে কিছুটা চেষ্টা করলেও তা জিম্বাবুয়েকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ১৫২ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

বাংলাদেশ হয়ে তিন উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম। সাকিব এবং সৌম্য একটি করে উইকেট শিকার করেন।

জিম্বাবুয়ে হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রেগিস চাকাভা। এছাড়াও ৩৫ রান করেন ডিওন মায়ার্স। মাধেব্রে এবং জোঙ্গে করেন যথাক্রমে ২৩ এবং ১৮ রান। বাকিরা কেউ ব্যাট হাতে দুই অঙ্কের ঘর ছুতে পারেননি। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা জয় করে দলে ফিরলেন ঋষভ পান্থ

করোনা জয় করে দলে ফিরলেন ঋষভ পান্থ

খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

২৯ জুলাই ঢাকা আসবে অস্ট্রেলিয়া, কোয়ারেন্টাইন ৩ তিন

২৯ জুলাই ঢাকা আসবে অস্ট্রেলিয়া, কোয়ারেন্টাইন ৩ তিন