জয়ের জন্য ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেখান থেকে ভুবনেশ্বর কুমারকে সাথে নিয়ে ভারতের জয়ের নায়ক দীপক চাহার। দীপক চাহারের ৬৯ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটের জয় পায় ভারত। সাথে সিরিজ জয়ও নিশ্চিত করেছে ভারত।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৭৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দ্রুতই সাজঘরে ফেরেন ওপেনার পৃথ্বী শ। ব্যাট হাতে ১১ বলে ১৩ রান করেন তিনি। তিন নামে ইশান কিশানও থিতু হতে পারেননি।
প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া এ উইকেটরক্ষক ব্যাটসম্যান এদিন মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেন। এরপর শিখর ধাওয়ানও ৩৮ বলে ২৯ রান করে ফেরেন। ধাওয়ানের বিদায়ের পর সুরিয়াকুমার যাদব ও মনীশ পান্ডে ৫০ রানের জুটি করেন। মনীশ পান্ডে ৩১ বলে ৩৭ রান করে ফিরলে তাদের এ জুটি ভাঙে।
মনীশ পান্ডের বিদায়ের সাথে সাথেই ড্রেসিং রুমে ফেরেন হার্দিক পান্ডিয়া। এরপর সুরিয়াকুমার যাদব এবং ক্রুনাল পান্ডিয়া জুটি করার চেষ্টা করলেও মনীশ পান্ডের বিদায়ে তা আর হয়নি। মনীশ পান্ডে এবং ক্রুনাল পান্ডিয়া বিদায়ের পর সবাই যখন ধরে নিয়েছিল ভারত হার এখন সময়ের ব্যাপার মাত্র তখনই ভারতের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমার।
দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমার দুইজন মিলে গড়ে তোলেন অপরাজিত ৮৪ রানের জুটি। আর এ জুটির উপর ভিত্তি করেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট শিকার করেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে চারিথ আসালাঙ্কা ব্যাট হাতে করেছেন ৬৫ এবং আভিষ্কা ফার্নান্দো করেছেন ৫০ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর এবং যুজবেন্দ্র চাহাল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]