মাত্র ৩৫ বছর বয়সেই বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। মন্ত্রী হয়েও ক্রিকেটকে ভুলতে পারেননি তিনি। আবারও ক্রিকেট মাঠে ফিরছেন মনোজ তিওয়ারি।
৩৫ বছর বয়সে অসংখ্য ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে বেড়াচ্ছে। তাই তো আবারও মাঠের নামার কাজ শুরু করেছেন মনোজ তিওয়ারি। নতুন মৌসুমে রঞ্জি ট্রফিতে বাংলা দলের জার্সিতে তাকে দেখা যাবে। এ উপলক্ষে শুক্রবার (২৩ জুলাই) থেকে ফিটনেস ক্যাম্পে যোগ দিবেন।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশিত হওয়া মাত্রই আগামী মৌসুমের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বেঙ্গল ক্রিকেট। সে প্রাথমিক দলে আছেন মনোজ তিওয়ারি। তাই নিজেকে শতভাগ ফিট রেখে মাঠে নামতে চান তিনি। মন্ত্রী হয়ে ক্রিকেট মাঠে নামাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। কারণ এ ক্রিকেটের জন্যই পেয়েছেন সব সম্মান।
ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য সম্মান পেলেও এখনও রঞ্জি ট্রফি জিততে পারেননি মনোজ তিওয়ারি। ২০১৯-২০ মৌসুমে খুব কাছে গিয়েও বাংলা দল ট্রফি হাতছাড়া করে। এ কারণেই আবারও দলে ফিরেছেন তিনি।
বাংলা দলের অধিনায়ক হিসেবে মনোজ তিওয়ারিকে মাঠে দেখা যেতে পারে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত করেনি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে এখনও অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন অনুষ্টুপ মজুমদার। তবে এবার মনোজকে আবারও অধিনায়ক করার চিন্তা ভাবনা করছেন অ্যাসোসিয়েশন কর্তরা। ভারতের হয়ে ১২ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে জেতাতে চান এ অলরাউন্ডার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]