ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের ইনজুরির কারণে এ সুযোগ পাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে হাটুতে চোট পান ফিঞ্চ।
ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অ্যারন ফিঞ্চ। প্রথমবারের মতো অজিদেরকে নেতৃত্ব দিবেন অ্যালেক্স ক্যারি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে নতুন হলেও এর আগে অ্যাডিলেড স্ট্রাইকার্স, সাউথ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া 'এ' দলকে নেতৃত্ব দিয়েছেন।
অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে ক্যারি বলেন, ‘ফিঞ্চের অনুপস্থিতিত দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া গর্বের বিষয়। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে এ দায়িত্ব গ্রহণ করছি।’
তিনি আরও বলেন, ‘সে (ফিঞ্চ) যখন ফিট হয়ে দলে ফিরবে আমরা তাকে স্বাগত জানাবো। আমি তার জায়গার দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারবো বলে আশাবাদী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের দেশের মাটিতে নেতৃত্ব দেওয়া চ্যালেঞ্জিং বিষয়। তবে আমি সুযোগ কাজে লাগাতে চাই।’
ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে জিতে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক ক্যারি। ক্যারিবিয়ান সফর শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখবে অস্ট্রেলিয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]