ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঘুরে দাড়িয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড।
রোববার (১৮ জুলাই) হেডিংলিতে ২০০ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৫৫ রান করে পাকিস্তান। এর ফলে ৪৫ রানের জয়ে সমতায় ফিরেছে ইংলিশরা।
ইংলিশ অধিনায়ক জস বাটলারের ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ইংল্যান্ড। ইনিংসের ১৪তম ওভারে আউট হওয়ার আগে ৩৯ বলে ৫৯ রান করেন তিনি।
এছাড়াও মঈন আলি ব্যাট হাতে ১৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিয়াম লিভিংস্টোন ২৭ বলে ৩৮ রান করেছেন।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাসনাইন ৫১ রানে শিকার করেন ৩ উইকেট। এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেন ইমাদ ওয়াসিম এবং হারিস রউফ।
২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। প্রায় সবাই ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি।
পাকিস্তানের হয়ে বাবর আজম ২২, রিজওয়ান ৩৭, শোয়েব মাকসুদ ১৫ করে আউট হন। শেষ দিকে লেগ স্পিনার শাদাব খানের ব্যাটে ভর করে ১৫৫ রানে থামে পাকিস্তানের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে বল হাতে সাকিব মাহমুদ ৩ উইকেট শিকার করেন। এছাড়াও আদিল রশিদ এবং মঈন আলি দুইটি করে উইকেট শিকার করেন।
ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মঈন আলি। সিরিজ জয় নিশ্চিত করতে মঙ্গলবার (২০ জুলাই) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। দুই দলের জন্য এটা অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]