বায়ো-বাবলে ক্রিকেটাররা সার্কাসের জন্তু : তাবারিজ শামসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৯ জুলাই ২০২১
বায়ো-বাবলে ক্রিকেটাররা সার্কাসের জন্তু : তাবারিজ শামসি

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালে মার্চ থেকে তিনমাস স্থগিত ছিল আন্তর্জাতিক ক্রিকেট। পুনরায় ক্রিকেট মাঠে ফেরার পর প্রতিটি সিরিজেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বায়ো-বাবল। খেলার সাথে জড়িত সবাইকেই থাকতে হচ্ছে বায়ো-বাবলে।

সিরিজ চলাকালীন সময়ে খেলার সাথে জড়িত থাকা ব্যক্তিদের বায়ো-বাবল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে বন্দী জীবন কাটাতে হয়। এভাবে খেলা ক্রিকেটারদের জন্য বেশ কঠিন এবং মানসিক চাপের বিষয় হয়ে দাঁড়ায়। এ বিষয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবারিজ শামসি।

আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ধরনের উদযাপণের জন্য পরিচিত ৩১ বছর বয়সী প্রোটিয়া স্পিনার শামসি। তিনি জানান, বায়ো-বাবলের বন্দী জীবনটা অনেকটা সার্কাসের জন্তুদের মত। যারা কিনা নির্ধারিত জায়গার বাইরে চলাচল করতে পারেনা। সার্কাসের জন্তুদের মত অনুশীলন এবং দর্শকদেরকে বিনোদন দিতে যাই।

টুইটারে এক বার্তায় শামসি বলেন, ‘আমার কাছে মনে হয় সবাই বুঝতে পারে না আমারদের উপর দিয়ে চলে। এছাড়াও আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার এবং ক্রিকেটের বাইরের জীবনের বায়ো-বাবলের প্রভাব কেমন থাকে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ জয়ী জিরুদের নতুন ঠিকানা এসি মিলান

বিশ্বকাপ জয়ী জিরুদের নতুন ঠিকানা এসি মিলান

টপ-অর্ডারদের দায়িত্ব নেওয়ার আহ্বান তামিমের

টপ-অর্ডারদের দায়িত্ব নেওয়ার আহ্বান তামিমের

চার ফাইনালের ভেন্যু চূড়ান্ত করলো উয়েফা

চার ফাইনালের ভেন্যু চূড়ান্ত করলো উয়েফা

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের