স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায়। একই সঙ্গে প্রথম ম্যাচে টপ-অর্ডাররা ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে দায়িত্ব নেওয়া আহ্বান জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববার (১৮ জুলাই) স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে শনিবার বিসিবি পাঠানো এক ভিডিও বার্তায় কথা বলেন তামিম ইকবাল।
প্রথম ম্যাচে বোলিং নিয়ে সন্তুষ্ট হলেও টাইগার অধিনায়কের চিন্তা দলের টপ অর্ডার ব্যাটারদের নিয়ে। দলের সিনিয়র কাউকে এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। অধিনায়ক স্বয়ং কিংবা সাকিব আল হাসান যদি বড় ইনিংস খেলতে পারে তা দলের জন্যই ভালো হবে বলেও জানান তিনি।
তামিম বলেন, 'উন্নতির তো কোনো শেষ নেই। তবে অবশ্যই কম রানে যদি উইকেট পড়ে যায় সেটা ভালো কিছু নয়। চেষ্টা করবো যে, আমাদের টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদিও আরও বড় ইনিংস খেলতে পারি তা দলকেও সাহায্য করবে। সুযোগ আসলে কাজে লাগাতে চেষ্টা করব। আমি খুবই সন্তুষ্ট যেভাবে আমরা শেষ ম্যাচে বোলিং করেছি।'
সিরিজের প্রথম ওয়ানডেতে জুনিয়র ক্রিকেটাররা যেভাবে দলের হয়ে ভূমিকা রেখেছে তাতে খুশি তামিমও। আফিফ, লিটন, মিরাজরা দলের জয়ে অবদান রাখায় সন্তুষ্ট টাইগার অধিনায়ক। দলের তরুণরা নিয়মিত দলের হয়ে ভূমিকা রাখবে আশা তামিমের।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'জুনিয়রদের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা হয়, আমরাও অনেক কথা বলেছি। শেষ ম্যাচে লিটন দায়িত্ব নিয়ে খেলেছে। ছোট ছোট কন্ট্রিবিউশনও দলের জন্য গুরুত্বপূর্ণ। আফিফের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। সে এই রকম খেলতে না পারলে হয়তো আমরা ২৬০-২৭০ করতে পারতাম না।'
তিনি আরও যোগ করেন, 'মিরাজের ২২-২৩ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ। লিটন-রিয়াদ ভাই আউট হওয়ার পর যদি আরও একটা উইকেট চলে যেতো তাহলে হয়তো আমরা ২৩০-২৪০ করতেই কঠিন হয়ে যেতো। মাঝে মাঝে ছোট ছোট কন্ট্রিবিউশনগুলোও খুব গুরুত্বপূর্ণ দলের জন্য।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]