জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। টাইগার অধিনায়ক তামিম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম ওয়ানডের ন্যায় দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি। প্রস্ততি ম্যাচে পাওয়া পায়ের গোড়ালিতে আঘাত এখনো পুরোপুরি ঠিক হয়নি। তামিম জানান, দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের খেলা সম্ভাবনা এখনো ফিফটি-ফিফটি।
শনিবার (১৭ জুলাই) বিসিবি প্রেরিত এক ভিডিও বার্তায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল এ তথ্য জানিয়েছেন। তামিম ইকবাল মনে করেন, দ্বিতীয় ম্যাচে আরও ভালো খেলতে হলে টপ অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে।
তামিম ইকবাল জানান, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও তিনি পুরোপুরি ফিট নন। কিছুটা ঝুঁকি থাকলেও তিনি খেলতে পারবেন বলে আশা প্রকাশ করেন। একই সাথে লিটন দাস দ্বিতীয় ওয়ানডেতে পুরোপুরি ফিট হয়েই মাঠে নামবে বলে জানান তিনি।
তামিম বলেন, 'ইনজুরির ব্যাপারে বলতে গেলে, আমাকে তিনটি ম্যাচেই কমবেশি রিস্ক নিয়ে খেলতে হচ্ছে। আমি যেভাবেই হউক ম্যানেজ করে নিচ্ছি। লিটনের অবস্থা আগের চেয়ে ভালো। আশা করি দ্বিতীয় ম্যাচে সে খেলতে পারবে।'
তিনি আরও যোগ করেন, 'মোস্তাফিজের ব্যাপারে বলতে গেলে এখনও কিছুটা প্রশ্ন থেকে যায়। এখনও যদি বলতে হয় তাহলে বলব তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।'
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রবিবার (১৮ জুলাই) মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]