বিরল রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের সিমি সিং, যা ক্রিকেট ইতিহাসে প্রথম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ এএম, ১৮ জুলাই ২০২১
বিরল রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের সিমি সিং, যা ক্রিকেট ইতিহাসে প্রথম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়তো সবসময় মনে রাখবেন আয়ারল্যান্ডের সিমি সিং। নিজের ছোট্ট ক্যারিয়ারে খুব বেশি আলোচনায় না আসলেও সিরিজের তৃতীয় ম্যাচে শতক হাঁকিয়ে পুরো ক্রিকেট বিশ্বজুড়েই তিনি রয়েছেন আলোচনায়। শতকের জন্য নয়, সিমি সিং এমন এক রেকর্ড করলেন যা ক্রিকেট ইতিহাসেই এখন পর্যন্ত কেউ করতে পারেনি।

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-১ সমতায় সিরিজ শেষ করে আয়ারল্যান্ড। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭০ রানে পরাজিত হয় আইরিশরা। সেই ম্যাচে ক্রিকেট বিশ্বের এক অনবদ্য রেকর্ড নিজের করে নিলেন সিমি সিং। ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং আট নম্বরে ব্যাট করতে নেমে ৯১ বলে ১০০ রানে অপরাজিত থাকেন।

এর আগে ক্রিকেট বিশ্বে ওয়ানডে ফরম্যাটে কোন ব্যাটার আট নম্বরে শতক হাঁকাতে পারেননি। এতদিন ধরে যা কেউ করতে পারেননি, সেই কাজটিই করে দেখালেন আয়ারল্যান্ডের এই ক্রিকেটার।

আয়ারল্যান্ডের হয়ে ৩০ ম্যাচ খেলে ২৪ গড়ে ৫৪৩ রান করা সিমি সমান সংখ্যক ম্যাচে শিকার করেছেন ৩৪টি উইকেট। বড় টার্গেট তাড়া করতে নেমে ৯২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। দলের মূল ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানেই ব্যাট হাতে জ্বলে উঠেন সিমি সিং। ৯১ বলে ১০০ রান করে তিনি অপরাজিত থাকেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আবারও পরাস্ত অস্ট্রেলিয়া

উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আবারও পরাস্ত অস্ট্রেলিয়া

লিভিংস্টোনের জোড়া রেকর্ডেও হারলো ইংল্যান্ড

লিভিংস্টোনের জোড়া রেকর্ডেও হারলো ইংল্যান্ড

ভারত সিরিজের জন্য  শ্রীলঙ্কা দল ঘোষণা

ভারত সিরিজের জন্য শ্রীলঙ্কা দল ঘোষণা

মাশরাফির রেকর্ড ভেঙে শীর্ষে সাকিব

মাশরাফির রেকর্ড ভেঙে শীর্ষে সাকিব