বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান কে? চিন্তা-ভাবনা ছাড়াই হয়তো বলবেন, তামিম ইকবাল। সেটা যেমন ঠিক, তেমনি ব্যাট হাতে একটি লজ্জার রেকর্ডেও শীর্ষস্থান দখল করলেন তামিম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরা রেকর্ড এখন তামিম ইকবালের দখলে।
শুক্রবার (১৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন বাংলাদেশ কাপ্তান তামিম ইকবাল। এর মধ্য দিয়ে হাবিুবল বাশার সুমন এবং মাশরাফি বিন মর্তুজা ছাড়িয়ে শূন্য রানে আউট হওয়ার শীর্ষস্থান দখল করেন তামিম।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংনিসের তৃতীয় ওভারে ব্লেসিং মুজারাবানী বলে ক্যাচ আউট হন তামিম। এর আগের ৬ বল খেলেও কোন রান করতে পারেননি তিনি। ফলে অনাকাঙ্খিত এক রেকর্ডের মালিক হন তামিম ইকবাল।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রেকর্ডের মালিক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তিনি ৩৩ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন। তামিম এবং মাশরাফির পরের অবস্থানের আছেন যথাক্রমে মোহাম্মদ আশরাফুল (৩১), মুশফিকুর রহিম (২৬) এবং হাবিবুল বাশার সুমন (২৫)।
এছাড়া ওয়ানডেতে এ নিয়ে ১৯তম বার শূন্য রানে ফিরলেন তামিম ইকবাল। ওয়ানডেতে এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন হাবিবুল বাশার সুমন। তিনি রানের খাতা খোলার আগেই ফিরেছিলেন ১৮ বার।
ওয়ানডেতে শীর্ষে থাকলেও টেস্টে শীর্ষে আছেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটে ১৬ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফেরার রেকর্ড আছে আশরাফুলের। অপরদিকে, তামিম ইকবাল টেস্ট ক্রিকেটে শূন্য রানে ফিরেছেন ৯ বার।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানের আউট হওয়ার রেকর্ড শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের। তিনি ৫৯ বার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। তিনি ৪৩ রান শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]