জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা ৫০ শতাংশ। প্রস্ততি ম্যাচে পায়ের গোড়ালিতে আঘাত পাওয়া তাকে নিয়ে এ শঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক তামিম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে বুধবার (১৪ জুলাই) জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের পঞ্চম বলের পর গোড়ালিতে অস্বস্তি অনুভব করেন মোস্তাফিজ। এরপর আর বলে করেননি তিনি। তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।
দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিষয়টি নিশ্চিত জানিয়েছিলেন, গোড়ালিতে ব্যথা অনুভব করায় মোস্তাফিজের পায়ে আইস থেরাপি দেওয়া হয়েছে। সে ডান পায়ের গোড়ালিতে অস্বস্তিবোধ করছে।
বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মোস্তাফিজের বিষয়ে জানাতে চাওয়া হলে তামিম বলেন, ‘ওর বিষয়ে এখনো নিশ্চিত নই। ফিফটি ফিফটি চান্স রয়েছে খেলার। কাল (শুক্রবার) সকালে বোঝা যাবে।’
এদিকে, পারিবারিক কারণে সিরিজের মধ্যভাগে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহীন। ফলে পুরো সিরিজে আর তাকে পাওয়া যাবে না। এছাড়া সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে টাইগার পেসার রুবেল হোসেনের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ভিসা জটিলতায় দলের সাথে জিম্বাবুয়ে যেতে না পারায় এ সমস্যা তৈরি হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে বাংলাদেশ মাঠে নামবে শুক্রবার (১৬ জুলাই)। এরপর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই। ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]