ইউরোর গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন করোনা আক্রান্ত ঋষভ পান্থ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৬ জুলাই ২০২১
ইউরোর গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন করোনা আক্রান্ত ঋষভ পান্থ

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে ডুরহামের উদ্দেশ্যে যাত্রার পূর্বে দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডে অবস্থানরত ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, নিশ্চিত করেছে বিসিসিআই। আপাতত তিনি আত্মীয়ের বাসায় আইসোলেশনে রয়েছেন।   

বায়ো-বাবল থেকে মুক্তি পাওয়ার পর ঋষভ পান্থ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে মাঠে যান। সেখানে একাধিক ব্যক্তির সংস্পর্শে আসেন তিনি। মাঠে বসে ফাইনাল ম্যাচ দেখার ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছিলেন। সেখান থেকেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে ইংল্যান্ড দলে করোনা আঘাতের পর ভারতীয় দলকে সতর্ক করেছিলেন বিসিসিআই সম্পাদক জয় শাহ। কিন্তু শাহের সেই সতর্কবার্তা গুরুত্বের সাথে নেয়নি ক্রিকেটাররা। দীর্ঘদিন পর বায়ো-বাবল থেকে মুক্তি পেয়ে অবাধেই চলছিল তারা।

বিসিসিআইয়ের এক বিশেষ সূত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'হ্যা একজন ক্রিকেটার (ঋষভ পান্থ) করোনা পজিটিভ হয়েছে। তবে তার মাঝে করোনার কোন লক্ষণ নেই। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আপাতত সে দলের সাথে ডুরহামে যাচ্ছে না।'

আগস্টের চার তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে কোহলিরা। তবে তার আগে ডুরহামে আবারও বিরাট কোহলিরা বায়ো-বাবলে প্রবেশ করবেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী ক্রিকেটারদের বেতন-ফি বাড়ালো বিসিবি

নারী ক্রিকেটারদের বেতন-ফি বাড়ালো বিসিবি

প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়েছেন মোস্তাফিজ!

প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়েছেন মোস্তাফিজ!

শেষ ওভারে রাসেলের ৫ ডট, দল হারলো ৪ রানে

শেষ ওভারে রাসেলের ৫ ডট, দল হারলো ৪ রানে

টেস্ট র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-লিটনের উন্নিত

টেস্ট র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-লিটনের উন্নিত