বাংলাদেশের বিপক্ষে হারারেতে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেছিলেন রয় কায়া। এ ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ অফিসিয়ালরা। এ বিষয়টি ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছেন তারা।
হারারে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৩ ওভার বোলিং করেছেন রয় কায়া। তবে এ টেস্টে কোনো উইকেটের দেখা পাননি তিনি। ম্যাচটিতে বাংলাদেশ ২২০ রানে জয় লাভ করেছিল। এ টেস্টের পরই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।
বোলিং অ্যাকশন সন্দেহ হওয়ার বিষয়টি টিম ম্যানেজমেন্টেকে জানিয়েছে আইসিসি। করোনাভাইরাস মহামারির কারণে আইসিসির ল্যাবে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই আপাতত কায়ার বোলিংয়ের ভিডিও পর্যবেক্ষণ করবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল।
২০১৫ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রয় কায়া। এখন পর্যন্ত দেশের হয়ে একটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে এখনও কোনো রান এবং উইকেট শিকার করতে না পারলেও ওয়ানডেতে ৫৯ রান করেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]