দিনকয়েক আগেই অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগব্যাশের জন্য সময়সূচি নির্ধারণ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার বিগব্যাশের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে তারা। বিগব্যাশ চলাকালীন একই সময়ে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট দ্বৈরথ।
চূড়ান্ত সূচি অনুযায়ী চলতি বছরের ৫ ডিসেম্বর মাঠে গড়াবে বিগব্যাশ লিগ। সিডনি সিক্সার্স এবং মেলবোর্ণ স্টারসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে প্রায় দুই মাসের এ লড়াই।
চলতি বছর মাঠে গড়াবে বিগব্যাশের ১১তম আসর। সর্বশেষ ১০ম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সিডনি সিক্সার্স এবং রানার্স আপ হয়েছিল পার্থ স্কোর্চার্স। সবচেয়ে বেশি চারবার শিরোপা জিতে বিগব্যাশের ইতিহাসের সবচেয়ে সফল দল সিডনি থান্ডার্স।
Start your engines
— KFC Big Bash League (@BBL) July 14, 2021
Fixture released, the race to #BBL11 starts now! pic.twitter.com/4bru8rYpcu
২০২২ সালের ২৮ জানুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের। সর্বশেষ পাঁচ আসরের মধ্যে এবারই প্রথম গ্রীষ্মকালীন মৌসুমের আগেই টুর্নামেন্টের ইতি টানবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এবারের আসরে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দল সব সদস্যেই বিগব্যাশে পুরো মৌসুমে থাকবেন। তবে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের মত তারকা ক্রিকেটাররা অ্যাশেজ দলে থাকায় তাদের বিগব্যাশে থাকা নিয়ে শঙ্কা রয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]