জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিলেও খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুশফিকু রহীম। তবে এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি কোন সিরিজেই খেলা হচ্ছে না তার। সিরিজের মাঝপথে দেশে ফিরছেন মুশফিক।
বুধবার (১৪ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।জানানো হয়, পারিবারিক কারণে তিনি দেশে ফিরছেন।
জিম্বাবুয়ে যাওয়ার আগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুশফিক। তবে টেস্ট খেলার পর জানানো হয়, অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজে খেলার বিষয়টি নিশ্চিত করার ২৪ ঘণ্টা না পেরোতেই এবার খবর এলো দেশে ফিরছেন মুশফিক।
বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, পারিবারিক কারণে বুধবার (১৪ জুলাই) হারারে ছেড়ে দেশে ফিরছেন মুশফিক। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল তাকে মিস করবে।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে বাংলাদেশ মাঠে নামবে শুক্রবার (১৬ জুলাই)। এরপর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই। ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]