নতুন নিয়মে মাঠে গড়াবে দ্য হান্ড্রেড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ এএম, ১৪ জুলাই ২০২১
নতুন নিয়মে মাঠে গড়াবে দ্য হান্ড্রেড

চলতি মাসের জুলাইয়ে শুরু হবে ইংল্যান্ডের নতুন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ‘ দ্য হানড্রেড’। তবে এ টুর্নামেন্টের নিয়ম কি রকম তা নিয়ে ছিল বেশ জল্পনা-কল্পনা। অবশেষে গুরুত্বপূর্ণ সব বিষয়ে বিস্তারিত জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টুর্নামেন্টের শুরু বেশ আগেই জানানো হয়েছিল পাঁচ বলে এক ওভার হিসেবে গণ্য করা হবে। এছাড়াও এ টুর্নামেন্টের মাধ্যমে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে চালু হবে ডিআরএস। নারী এবং পুরুষ সব ক্রিকেটারের জন্য ‘ব্যাটার’ শব্দ ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইসিবি।

এক নজরে দ্য হানড্রেডের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম

১. ‘ওভার’ নয় বলের মাধ্যমে ইনিংস হিসেব করা হবে।

২. পাঁচ বলে এক ওভার হিসেবে গণ্য করা হবে। পাঁচ বল হলে আম্পায়ার সেটিকে ‘ফাইভ’ বলে সম্বোধন করবে। ১০ বল পরপর প্রান্ত বদল করা হবে। কোনো বোলার চাইলে টানা ১০ করতে পারেন। পাঁচ বল হয়েছে তা নিশ্চিত করতে সাদা কার্ড ব্যবহার করবেন আম্পায়ার।

৩. টস পিচে নাও হতে পারে, তবে সবার সামনে অনুষ্ঠিত হবে।

৪. ১০০ বলের মধ্যে প্রথম ২৫ বল পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে। পাওয়ার প্লের পর বোলিং দল যেকোনো সময়ে দুই মিনিটের বিরতি নিতে পারবে।

৫. ক্যাচ আউটের ক্ষেত্রে সব সময় নতুন ব্যাটসম্যানই স্ট্রাইক নিবে।

৬. গ্রুপ পর্বে ম্যাচ টাই হলে দুই দল এক পয়েন্ট করে পাবে। নক আউট পর্বে সুপার ওভারের মত করে পাঁচ বলের একটা ম্যাচ খেলা হবে। যেটাকে ‘সুপার ফাইভ’ হিসেবে ডাকা হবে।

৭. বৃষ্টি বিঘ্নিত ম্যাচের জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতেও আসছে পরিবর্তন।

৮. ডিআরএস ব্যবহার করা হবে দ্য হানড্রেড লিগে এবং নো বলের বিষয়টি নিশ্চিত করবেন তৃতীয় আম্পায়ার।

৯. প্রতি ম্যাচের শেষ করার জন্য নির্ধারিত সময় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করতে হবে। ওভার রেটে কোনো দল পিছিয়ে থাকলে তার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক

সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক

অস্ট্রেলিয়া এবং পিএসএল নিয়ে দোটানায় পিসিবি

অস্ট্রেলিয়া এবং পিএসএল নিয়ে দোটানায় পিসিবি

সৌরভের বায়োপিকে রণবীর কাপুর

সৌরভের বায়োপিকে রণবীর কাপুর

মেন্ডিস-ডিকওয়ালাদের বড় শাস্তি চাইলেন ডি সিলভা

মেন্ডিস-ডিকওয়ালাদের বড় শাস্তি চাইলেন ডি সিলভা