বিপদে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একই সময়ে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর এবং পাকিস্তানের পিএসএল এর সূচি মিলে যাওয়ায় কোনটি আয়োজন করবে তা নিয়ে দ্বিধা্য পিসিবি। একদিকে আন্তর্জাতিক সিরিজ, অন্যদিকে পিএসএল- ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে সূচি পেছানোরও সুযোগ পাচ্ছে না পিসিবি।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু থেকেই ফেব্রুয়ারী-মার্চ মাসে আয়োজনের চেষ্টা করে পিসিবি। সেই মোতাবেক ২০২২ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা পিএসএল ২০২১-২২ আসর। আবার একই সময়ে অস্ট্রেলিয়া দলের রয়েছে পাকিস্তান সফর। তাছাড়া মার্চ-এপ্রিলে আইপিএলের আসর থাকায় সে সময়ও পিএসএল আয়োজন সম্ভব নয়।
১৯৯৮-৯৯ সালের পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। ওই সিরিজ যেমন আলাদা গুরুত্ব বহন করছে তেমনি পিএসএল আয়োজনের জন্যও আগ্রহ রয়েছে পিসিবির। আবার অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সময়ে পিএসএল শুরু করলেও জাতীয় দলের মূল তারকা খেলোয়াড়েরা সেখানে অংশ নিতে পারবে না। ফলে পিএসএল এর জৌলুস কমে যাবে।
পিএসএল আয়োজনের জন্য ডিসেম্বর-ফেব্রুয়ারি মাস সময়টুকুও বেছে নিতে পারে পিসিবি। কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। কারণ তখন রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, লাহোর মুলতানে প্রচুর কুয়াশা থাকে, যা ম্যাচে ব্যাঘাত ঘটাবে। এত বাধা বিপত্তিকে পেরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সিরিজ নাকি পিএসএলকে গুরুত্ব দেয় সেটিই দেখার বিষয়।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]