মেন্ডিস-ডিকওয়ালাদের বড় শাস্তি চাইলেন ডি সিলভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ এএম, ১৪ জুলাই ২০২১
মেন্ডিস-ডিকওয়ালাদের বড় শাস্তি চাইলেন ডি সিলভা

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে কঠোর স্বাস্থ্য বিধি মেনে জৈব সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে ইংল্যান্ডে সিরিজ খেলছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেখানেই জৈব সুরক্ষা বলয় ভেঙে রাস্তায় মাদক গ্রহণের প্রস্তুতি নেয় দুই লঙ্কান ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিও ভাইরাল হলে তিনজনকে নিষিদ্ধ করে বোর্ড। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা মনে করেন, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা জরুরি।

ডি সিলভা জানান অতীতেও তাদের ক্যারিয়ারে তারা এমন ঘটনা ঘটিয়েছে। তখন যদি তাদের উপযুক্ত শাস্তি দেয়া হতো তাহলে তারা এমনটা করতো না। এ প্রসঙ্গে তিনি বলেন, 'তাদের ক্যারিয়ারের শুরুর দিকেও তারা এমন বাজে ঘটনা ঘটিয়েছে। তাদেরকে যদি তখন উপযুক্ত শাস্তি দেয়া হতো তাহলে তারা দ্বিতীয়বার এমনটি করতো না। তাদেরকে উপযুক্ত শাস্তি না দিলে তাদের শিক্ষা হবে না।'

তিনি আরও যোগ করেন, 'তারা নিজেরা কি ভুল করেছে সেটি তাদের বুঝা উচিত। তারা তাদের দায়িত্ববোধ বুঝা উচিত। তারা দেশের প্রতিনিধিত্ব করে। বায়ো-বাবলে থাকাকালীন সময়ে তাদের অবশ্যই নিয়ম মেনে চলা উচিত ছিল।'

ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আরও বড় ধরনের শাস্তি প্রয়োগ করা হতে পারে। ধারণা করা হচ্ছে, উক্ত ঘটনার প্রেক্ষিতে তারা দীর্ঘদিনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কান ক্রিকেটাররা ইংল্যান্ডের রাস্তায়, তদন্তের মুখোমুখি

লঙ্কান ক্রিকেটাররা ইংল্যান্ডের রাস্তায়, তদন্তের মুখোমুখি

গেইলের ঝড়ো ইনিংসে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

গেইলের ঝড়ো ইনিংসে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

পাকিস্তান-শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপ আয়োজনে রাজি বাংলাদেশ

পাকিস্তান-শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপ আয়োজনে রাজি বাংলাদেশ

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল