মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ১৩ জুলাই ২০২১
মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

দীর্ঘ দিন পর টেস্টে ফিরে ক্যারিয়ার সেরা ইনিংসে খেলেও ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটে আর ‘খেলবেন না’ মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক বা বোর্ড থেকেও কোন তথ্য জানানো না হলেও সতীর্থরা ইতিমধ্যে তাকে গার্ড অব অনার দিয়েছেন। এদিকে, মাহমুদউল্লাহ টেস্ট না খেললেও এ ফরম্যাটে এখনো খেলার আশায় রয়েছেন মোহাম্মদ আশরাফুল।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর বিষয়টি মাহমুদউল্লাহ রিয়াদ সরাসরি সংবাদ মাধ্যমে না জানালেও জিম্বাবুয়ে সফরে থাকা সতীর্থদের জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘ দিন তাকে বাইরে রাখায় ক্ষোভের কারণে মাহমুদউল্লাহ রিয়াদ এমন সিদ্ধান্ত নিতে পারেন। তবে আশরাফুলও মনে করেন রিয়াদ যদি তাই করে থাকেন, তাহলে তিনি কোনো ভুল সিদ্ধান্ত নেননি।

সম্পতি একটি অনলাইন সংবাদ মাধ্যমের লাইভ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমি এখনও স্বপ্ন দেখি বাংলাদেশের হয়ে টেস্ট খেলবো। অন্তত ২-৩ বছর দেশকে সার্ভিস দিতে চাই। বাংলাদেশের হয়ে টেস্টে আরও ৪-৫টি সেঞ্চুরি করার ইচ্ছা আছে এবং আমি বিশ্বাস করি তা পারব।’

দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা এ তারকা ক্রিকেটার বলেন, ‘অনেকে বলে আমার গড় ২২/২৪। আমার ওই সময়ে ২২/২৪ টপ ছিল। এখন যাদের গড় ৩৪-৩৬, তখন আমারটা ও রকম ছিল। আমার চেয়ে বেশি গড় কারও ছিল না।’

জাতীয় দলের হয়ে আবারও মাঠে ফিরতে চাইলেও টি-টোয়েন্টি বা ওয়ানডে ভালো খেলে ঢুকতে চান না আশরাফুল। বলেন, ‘টি-টোয়েন্টি বা ওয়ানডে ভালো খেলে টেস্ট দলে ঢুকবো, এটা আমি চাই না। এ কারণেই আমি প্রসেসের মধ্যে আছি। অপেক্ষা করছি লঙ্গার ভার্শন খেলার। ডাবল সেঞ্চুরি বা সর্বোচ্চ রান এসব করেই আমি ঢুকতে চাই। স্বপ্ন দেখি, ভক্তদের জন্য হলেও আবার খেলব।’

একই অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গেও কথা বলেন আশরাফুল। বলেন, ‘রিয়াদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ওর জায়গায় থাকলে আমিও এভাবে চিন্তা করতাম। ও হয়তো চিন্তা করেছে, টেস্টে আর ক্যারিয়ার হয়তো এক-দেড় বছর। যেহেতু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ওর বেশি মনোযোগ, এমন সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক।’

মোহাম্মদ আশরাফুল সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৩ সালে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ইনিংস মিলে করেছিলেন ৮ রান। আর বল হাতে নিয়েছিলেন একটি উইকেট। এছাড়া ক্যারিয়ারের মোট ৬১ টেস্টে আশরাফুলের মোট রান ২ হাজার ৭৩৭। বল হাতে উইকেট নিয়েছেন ২১টি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিদেশের মাটিতে মিরাজের নতুন রেকর্ড

বিদেশের মাটিতে মিরাজের নতুন রেকর্ড

উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল

উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল

ওয়ানডেতে তামিমের পর কায়েসই সেরা : আশরাফুল

ওয়ানডেতে তামিমের পর কায়েসই সেরা : আশরাফুল

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ